- প্রত্যেক বিভাগের নির্ধারিত মোবাইলে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা যাবে।
- জরুরি প্রয়োজনে অফিসের নাম্বারে কল করা যাবে।
- বিশেষ প্রয়োজন ছাড়া শিক্ষার্থীর সাথে ফোনে কথা বলা থেকে বিরত থাকুন।
- ক্লাস চলাকালে শিক্ষার্থীর সাথে কোন প্রকার যোগাযোগ করা যাবে না।
- নির্ধারিত সময় ছাড়া অন্য কোনো সময়ে শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না।
- যেকোন দিন আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ছাত্রদের সাথে সাক্ষাৎ করা যাবে।
- প্রতি মাসে নির্ধারিত ছুটি ছাড়া অন্য কোনো ছুটি নাই।
- বিশেষ প্রয়োজনে বাড়িতে/বাসায় যেতে হলে আবেদন পত্রের মাধ্যমে ক্লাস জিম্মাদার , বিভাগীয় জিম্মাদার ও শিক্ষাসচিব সাহেবের মঞ্জুরি নিতে হবে।
- দ্বিতীয় বর্ষ সহ উপরের ছাত্ররা আরবিতে আবেদন পত্র লিখতে হবে।
- প্রতি মাসের শেষ বুধবার বিকেল ২টায় মাসিক ছুটি হবে।
- নির্ধারিত সময়ে আভিভাবকের সাথে বাসায় যেতে হবে। এবং খোলার দিন সকাল ১১ টার আগে প্রতিষ্টানে হাজির হতে হবে।
- একান্ত প্রয়োজনে উপস্থিত হতে না পারলে সকাল ৯টার পূর্বে শিক্ষাসচিব সাহেবের সাথে যোগাযোগ করতে হবে।
- অবগতি ছাড়া নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ভর্তি বাতিল বলে গন্য হবে। এ ক্ষেত্রে জামেয়ায় থাকতে হলে নির্ধারিত ফি আদায় করে ভর্তি নবায়ন করতে হবে।