জাতীয় ইমাম সমিতি আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সিলেটের মধুবন মার্কেটস্থ অফিসে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগের দুই শতাধিক নতুন হাফেজদের মাঝে বাছাই করা হয় ২৫জনকে। সেরা ২৫জনের ৮জনই সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের।
আগামী ২৫-২৬ ডিসেম্বর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিযোগিতার ফাইন্যাল পর্ব অনুষ্ঠিত হবে। সেই সাথে উক্ত অনুষ্ঠানে বিশ্বসেরা হাফিজদের তেলাওয়াত, সংবর্ধনা প্রদান করা হবে এবং তাফসির মাহফিলও অনুষ্ঠিত হবে।
যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-
১. হাফিয তামিম আহমদ
২. হাফিয জামিল আমিন
৩. হাফিয সালাহ উদ্দিন মামনুন
৪. হাফিয
৫. হাফিয
৬. হাফিয
৭. হাফিয
৮. হাফিয