জামেয়া ডেস্ক: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলাভিত্তিক বাছাইপর্বে ৩০পারা শিশুগ্রুপে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট-এর শিশুশিক্ষার্থী হাফিয জামিল আমিন। ২০পরা গ্রপে প্রথম স্থান অধিকার করে হাফিয আবদুল গফফার সেবা এবং ১০পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে শিশুশিল্পী মামনুন সাঈদ।
২৩ ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। থানাপর্যায়ের বাছাইপর্বে নির্বাচিত প্রায় দেড় শতাধিক প্রতিযোগীকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট চারটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট-এর শিক্ষার্থীরা।
২০১৪ সালের দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিল জামেয়ার শিক্ষার্থী হাফিয আতিকুর রহমান। ২০১৫ সালের জেলাভিত্তিক বাছাইপর্বে ৩০পারা বিভাগে প্রথম, ১০ পারা গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিল জামেয়ার শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের জেলাভিত্তিক বাছাইপর্বেও তারা সফলতার স্বাক্ষর রেখেছে।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআনের বিচারক হাফিয কারি মাওলানা মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ নজরুল ইসলাম, ভার্থখলা জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন। জামেয়া দরগাহর শিক্ষক হাফিয আসজাদ আহমদ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
২৩.০২.২০১৬