সকাল বেলা হিটলার তার কোনো এক কাজে স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলেন। অধিনস্তকে জিজ্ঞেস করলেন- এখানে কি খেলা হচ্ছে? অধিনস্ত বললেন- ক্রিকেট। বিকেল বেলা হিটলার আবার একই পথে ফিরছিলেন- তখনো স্টেডিয়ামে খেলা চলছে। হিটলার জিজ্ঞেস করলেন- কি ব্যাপার, এখনো খেলা হচ্ছে নাকি? অধিনস্তের উত্তর। জ্বী স্যার। হিটলারের খুব রাগ হলো। তিনি ভাবলেন- ‘লোকজন সারাদিন যদি স্টেডিয়ামে পড়ে থাকে। তখন কাজ করবে কখন?’ তিনি হুকুম দিলেন। ‘আজ থেকে জার্মানীতে ক্রিকেট খেলা বন্ধ।’ সেই থেকে জার্মানিতে খুব একটা ক্রিকেট খেলা হয়না। হিটলার ফুটবল খেলা খুব পছন্দ করতেন। কারণ এটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।