আমরা আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সদা সচেষ্ট। যথাসময়ে আপনার সন্তানকে নিয়ে আসুন আপনার প্রিয় ক্যাম্পাস জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট শাখা।
জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। রয়েছে এর সুদূর প্রসারী পরিকল্পনা। আরবীয় লাহনে আন্তর্জাতিক মানের হাফিয তৈরি ও বিষয়ভিত্তিক পাঠদান ও বাস্তবভিত্তিক গবেষণার মাধ্যমে এমন একদল যুগসচেতন যোগ্য হাফিয ও আলিম গড়ে তোলাই এর মূল লক্ষ্য। যারা চলমান সময়ের যেকোনো চ্যালেঞ্জে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। মানুষ পাবে তাদের কাছে যুগজিজ্ঞাসার সঠিক সমাধান। নতুন আঙ্গিকে পরিচালিত এই প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে সুধি মহলের। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জামেয়ার ছাত্ররা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।