ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে অভিভাবকরা ফরিদাবাদ জামেয়ামুখি। আমাদের ভর্তি কার্যক্রম শুরু। স্বাগতম আমাদের ক্যাম্পাসে।
কাল বুধবার। আপনাদের ফরিদাবাদ জামেয়া সকাল ৯টা থেকেই খোলছে। শুভ্রসফেদ নুরানী চেহারার আলোয় অালকিত হবে ফরিদাবাদ প্রাঙ্গন। আমাদের প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম।

ভর্তি চলবে যথাক্রমে:
মাদানি নেসাব
এদাদিয়া: প্রস্তুতিমূলক জামাত। প্রথম ৬মাস কেবল বাংলা, ইংরেজী ও উর্দু। দ্বিতীয় ৬মাস সাধারণ পদ্ধতিতে পাঠদান।
১ম বর্ষ: ৫০জন। সম্পূর্ণ মাদানী নেসাবের আলোকে।
২য় বর্ষ: কোটা নেই।
৩য় বর্ষ (কাফিয়া): কোটা ২টি।
৪র্থ বর্ষ (শরহে জামী): কোটা ৪টি।
হিফয বিভাগ
তাকমীল: ৫০জন। কোটা ১৫টি।
সবক বিভাগ: ২০০জন। কোটা ৫০টি।
নাজেরাহ বিভাগ: ১২০জন। কোটা ৩০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *