পেশাজীবনে শিক্ষকতাই হচ্ছে পৃথিবীর সবচে’ মহান পেশা। এ পেশায় যে যত বেশি পারদর্শী, জাতির কাছে তাঁর মর্যাদা ততো বেশি। সফল শিক্ষক হতে হলে শিক্ষক-প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমানে প্রশিক্ষণের অভাবে আমাদের ছাত্ররা উন্নত পাঠদান পাচ্ছে না। ফলে অনেক মেধাবীপ্রতিভা কাঙিক্ষত যোগ্যতা অর্জন থেকে অনেক দূরে থাকছে।
২০ অক্টোবর ২০১৮, রোজ শনিবার, সকাল ১০টা হতে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট আয়োজন করেছে দিনব্যাপী শিক্ষক-প্রশিক্ষণের।
প্রশিক্ষণ প্রদান করবেন:
শায়খুল হাদিস নূর হোসাইন কাসিমি
শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক
মুফতি আবুল কালাম জাকারিয়া
শাহ মুহাম্মদ নজরুল ইসলাম
ড. মো. শামীম খান
প্রশিক্ষণে অংশগ্রহণ করে আপনিও হোন একজন সফল শিক্ষক।
বিস্তারিত:
০১৭৩৪-৯০৩৪০২
০১৭২৭-৭২৪০৪৪
০১৭২৩-৬২৪২৪২