আবদুল কাদির: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর দেশব্যাপী ২০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বিভাগীয় বাছাইপর্বে ২০পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট। এ ছাড়া ৩০পারা শিশুগ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের আরো দুইজন শিক্ষার্থী।
১৬ মার্চ বুধবার সিলেট শহরের দরগা গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক (Hotel Star Pacific, Sylhet)-এর হলরুমে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ১০০জন প্রতিযোগীকে নিয়ে সকাল ০৯টা থেকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট-এর ৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মাঝে ২০পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করে হাফিয ফখরুল ইসলাম, ২০পারা গ্রুপে ৪র্থ স্থান অধিকার করে আবদুল গফফার সেবা, ৩০পারা গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে হাফিয জামিল আমিন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে নগদ টাকা পুরস্কার ও সনদপত্র তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিয কারি আবদুল হক ও সাংগঠনিক সম্পাদক হাফিয রুহুল আমিনসহ অতিথিবৃন্দ।
প্রতিযোগিতার ফাইন্যাল রাউন্ড ১২এপ্রিল ২০১৬ তারিখে রাজধানী ঢাকার আজিমপুরস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। তারা এ প্রতিযোগিতার ফাইন্যাল রাউন্ডে অংশগ্রহণ করবে।
বিজয়ী সবার প্রতি রইল জামেয়ার পক্ষ হতে অভিনন্দন ও মোবারকবাদ।
১২ এপ্রিল মোট ৫টি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতার প্রতিটি গ্রুপে প্রথম স্থান অধিকারীদের জন্য রয়েছে নগদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের জন্য ২০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য রয়েছে ১৫ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সনদপত্র।
উল্লেখ্য: বিগত ২০১৪ সালের দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিল জামেয়ার শিক্ষার্থী হাফিয আতিকুর রহমান। ২০১৫ সালের জেলাভিত্তিক বাছাইপর্বে ৩০পারা বিভাগে প্রথম, ১০ পারা গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিল জামেয়ার শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের বিভাগীয় বাছাইপর্বেও তারা সফলতার স্বাক্ষর রাখল।
এ বছর ১২ এপ্রিলের ফাইন্যাল রাউন্ডেও তারা সফলতার স্বাক্ষর রাখতে চায়। তারা সকলের দোয়াপ্রার্থী।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ড, হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন জগন্নাথপুর, Huffazul Quran Foundation Bangladesh, PHP Quraner Alo,