আমাদের সম্পর্কে
প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠানের নাম: জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট

স্থাপিত: ১৫ রামাযান ১৪৩০ হিজরি।
৭ আগস্ট ২০০৯ ইংরেজি।
২৪ শ্রাবণ ১৪১৬ বাংলা।
রোজ: শুক্রবার।

অবস্থান: আহমদ হাউজিং, ফরিদাবাদ আ /এ, বড়শলা, নতুন বাজার, ক্যাডেট কলেজ, সিলেট, বাংলাদেশ।
তবে প্রথমে অস্থায়ীভাবে মসজিদে এলাহি, সাগরদিঘীর পাড় রোড, সিলেট এর সন্নিকটে চদ্রিমা-৪ সমলা ভিলা-এ একাডেমিক কার্যক্রম শুরু হয়। তখন নাম ছিল ‘জামেয়া ইসলামিয়া সিলেট ‘। পরবর্তীতে অক্টোবর ২০১০ ইংরেজিতে ফরিদাবাদে স্থানান্তরিত হয়।

পরিচালক: হাফিয মাওলানা ফখরুযযামান

মোবাইল: 01738-620601