ভর্তির নিয়মাবলি
হিফয শাখা:
- হিফয শাখায় ভর্তিচ্ছু সবাইকে ৩ রামাযা
নের ভেতর সাময়িকভাবে ভর্তি হতে হয়।
- হিফজ শাখার জন্য শুধু নাযেরাহ বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগে ভর্তি নেই।
- ২৫ রামাযান পর্যন্ত যাচাই করে যারা ভর্তির যোগ্য বলে বিবেচিত হন, শুধু তাদেরকেই ভর্তির সুযোগ প্রদান করা হয়।
- স্কুল-শিক্ষার্থীদের সুবিধার্থে জানুয়ারিতে সীমিত সংখ্যক শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়।
- নাযেরাহ বিভাগে ভর্তির বয়স ৭ থেকে ১০ বছর।
মাদানি নেসাব:
- মাদানি নেসাবে প্রাথমিক চতুর্থ, পঞ্চম বা তাহফিযুল কুরআন সমাপনকারীদের জন্য ‘এদাদিয়া’ বা প্রস্তুতি ক্লাসে ভর্তি নেওয়া হয়।
- শিক্ষার্থীর মেধা ও অবস্থা বিবেচনা করে মাদানি নেসাব প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে ভর্তির সুযোগ দেওয়া হয়।
ভর্তি ফি: (ফরিদাবাদ ক্যাম্পাস)
- মাদানি নেসাব ৪০০০/= (চারহাজার টাকা মাত্র)।
- হিফয বিভাগ ও নাযেরাহ: ৪০০০/= (চার হাজার টাকা মাত্র)।
মাসিক হোস্টেল ফি:
- হিফয বিভাগ ও নাযেরাহ ৩৫০০/= (তিন হাজার পাচশত টাকা মাত্র)।
- মাদানি নেসাব: ৩০০০/= (তিন হাজার টাকা মাত্র)
ভর্তি ও মাসিক ফি: (টিলাগড় ক্যাম্পাস)
- হিফয বিভাগ ও নাযেরাহ ৫০০০/= (পাচ হাজার টাকা মাত্র)।
- মাসিক হোস্টেল ফি: ৪৫০০/= (চার হাজার পাচশত টাকা মাত্র)