এদারা বোর্ডের ফল প্রকাশ: এবারও ফরিদাবাদ প্রথম

জামেয়া ডেস্ক: দেশের প্রাচীনতম শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষাবোর্ড)-এর ২০১৫ সালের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ছয়টি মারহালায় অনুষ্ঠিত পরীক্ষায় হিফজুল কুরআন বিভাগে সারা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট। এ নিয়ে ধারাবাহিকভাবে ৫ম বারের মতো এ জামেয়া প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করল।

এ ছাড়া জামেয়ার হিফজুল কুরআন বিভাগ থেকে মোট ১১জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই মুমতায (A+) তথা মেধাতালিকার শীর্ষস্থান দখল করেছে।

প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর নাম আবদুল গফফার সেবা। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল ইউনিয়নের মাওলানা তাহির আলীর ছেলে।

২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে হিফজ বিভাগে বোর্ডে প্রথম স্থান দখল করে আসছে এ জামেয়া। ২০১১ সালে প্রথম স্থান অর্জন করে হাফিয আরিফুল ইসলাম তানভির, ২০১২ সালে হাফিয জিয়া উদ্দিন ফারুকি, ২০১৩ সালে হাফিয মারগুবুর রহমান, ২০১৪ সালে হাফিয আতিকুর রহমান এবং ২০১৫ সালে হাফিয আবদুল গফফার সেবা প্রথম স্থান অর্জন করে সফলতার এ যাত্রা অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে বোর্ডের সভাপতি আল্লামা শায়খ হোসাইন আহমদ বারকোটির কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের ধারাবাহিক এ সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, এ সফলতা এমনিতেই অর্জিত হয় নি। এর পেছনে রয়েছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং ছাত্রদের অব্যাহত সাধনা। যার ফলে পরপর পাঁচবার একটি প্রতিষ্ঠান বোর্ডে প্রথম স্থান অর্জনের সৌভাগ্য অর্জন করে তাদের অগ্রযাত্রার এ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ফরিদাবাদের মতো যদি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও মেহনত করে তাহলে তারাও সফল হবে এবং বোর্ডে প্রথম স্থান অধিকার করার সৌভাগ্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রকাশিত পত্রিকার লিঙ্ক:

http://www.rajshahinews24.com/lession/26698/%E0%A6%8F%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%83/