শুভ স্বপ্ন
মাওলানা আতাউল হক সাহেব
নাযিম, জামেয়া কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহ.
আজ শুক্রবার ৩ জুলাই ২০১৫ ইংরেজি, মুতাবিক ১৫ই রামাযান ১৪৩৬ হিজরি। জুমুআর নামায শেষে মসজিদ থেকে বের হওয়ার পথে দেখি মাওলানা আতাউল হক সাহেব মসজিদে বসা। সালাম কালাম শেষে হুজরায় আসলেন। বিভিন্ন বিষয় আলোচনা হয়। এক পর্যায়ে বললেন আপনার মাদরাসা নিয়ে একটি স্বপ্ন দেখেছি। কয়েকদিন থেকে খেয়াল এসে আপনাকে বলব। সময় হয়ে উঠছে না। তাই আজ এসে জুমুআর নামায পড়লাম। স্বপ্ন হল- শাবান মাসের শেষ দিকে একদিন রাতে গভীর ঘুমে নিমগ্ন। শেষ রাতের দিকে স্বপ্নে দেখি। আপনার মাদরাসায় মাওলানা তাকি উসমানি মা. যি. অবস্থান করছেন। আমরা তার সাথে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কারণ তিনি শহরের ঝামেলার কারণে শহরের দিকে আসবেন না। আপনার মাদরাসায়ই অবস্থান করবেন। আর আপনি তার থাকা খাওয়ার জন্য বেশ ভাল ব্যবস্থা করেছেন। তার রোমে এসিও লাগানো হয়েছে। তার সাথে রয়েছেন হিন্দুস্তানের আরো একজন বুযুর্গ। কে তা আমার মনে নেই। পরে দেখি দরগার ইমাম সাহের রাহ. তাকি এসেছেন আর তাকে জানানো হয়নি এজন্য খুবই রাগ করছেন। পরে ইমাম সাহেব রাহ তার পকেট থেকে একটি মূল্যবান পাথর বের করে দিয়ে বলছেন- এটা মেহমানদেরকে দিয়ে দিও। এটা খুবই মূল্যবান পাথর। তাদের কাজে লাগবে।
হাফিয মাওলানা ফখরুযযামান
পরিচালক, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *