Logo

মাওলানা হা. ফখরুযযামান

আন্তর্জাতিক মানের হাফিয তৈরি ও বিষয়ভিত্তিক পাঠদান ও বাস্তবভিত্তিক গবেষণার মাধ্যমে এমন একদল যুগসচেতন যোগ্য হাফিয ও আলিম গড়ে তোলাই এর মূল লক্ষ্য। যারা চলমান সময়ের যেকোনো চ্যালেঞ্জে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। মানুষ পাবে তাদের কাছে যুগজিজ্ঞাসার সঠিক সমাধান। নতুন আঙ্গিকে পরিচালিত এই প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে সুধি মহলের। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জামেয়ার ছাত্ররা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

হাফিয মাওলানা ফখরুযযামান

প্রতিস্টাতা ও পরিচালক 

জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট।