Logo

মাওলানা দিলাওয়ার হোসাইন

জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। রয়েছে এর সুদূর প্রসারী পরিকল্পনা। আরবীয় লাহনে আন্তর্জাতিক মানের হাফিয তৈরি ও বিষয়ভিত্তিক পাঠদান ও বাস্তবভিত্তিক গবেষণার মাধ্যমে এমন একদল যুগসচেতন যোগ্য হাফিয ও আলিম গড়ে তোলাই এর মূল লক্ষ্য। যারা চলমান সময়ের যেকোনো চ্যালেঞ্জে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে ইনশাআল্লাহ ।

মাওলানা দিলাওয়ার হোসাইন

শিক্ষাসচিব , জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট।