লক্ষ্য-উদ্দেশ্য
জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। রয়েছে এর সুদূর প্রসারী পারকল্পনা। আরবীয় লাহনে আন্তর্জাতিক মানের হাফিয তৈরি ও বিষয়ভিত্তিক পাঠদান ও বাস্তবভিত্তিক গবেষণার মাধ্যমে এমন একদল যুগসচেতন যোগ্য হাফিয ও আলিম গড়ে তোলাই এর মূল লক্ষ্য। যারা চলমান সময়ের যেকোনো চ্যালেঞ্জে জাতিকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। মানুষ পাবে তাদের কাছে যুগজিজ্ঞাসার সঠিক সমাধান। নতুন আঙ্গিকে পরিচালিত এই প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে সুধি মহলের। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জামেয়ার ছাত্ররা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
- যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন, যা হবে নতুন ও পুরাতনের সমন্বয়ে। সাথে থাকবে প্রয়োজনমতো আধুনিকতার ছোঁয়া। তবে মূল লক্ষ্য হবে একজন যোগ্য আলিম তৈরি।
- একটি সমৃদ্ধ লাইব্রেরি তথা অধ্যয়নাগার গড়ে তোলা।
- তাখাসসুস তথা বিষয়ভিত্তিক কোর্স খোলা।
- হিফয ও জামাতের শিক্ষক প্রশিক্ষণ নিয়মিত চালু করা।
- অন্তত মাসিক হিসাবে হলেও আধ্যাত্মিক পরিশুদ্ধির লক্ষ্যে খানকার ব্যবস্থা করা।
- আবাসিক ব্যবস্থার সংকট সমাধানের লক্ষ্যে নতুন ভবন নির্মাণ।
- বর্তমান মসজিদ সম্প্রসারণ।
ব্যবস্থাপনা ও বৈশিষ্ট্যাবলি
- সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনা।
- ২৪ ঘণ্টা রুটিনের মাধ্যমে শিক্ষাদান।
- যত্নসহকারে নাযারাসহ হিফয পড়ানো।
- সিদ্দিক আল মানশাওয়াবিসহ আন্তর্জাতিক মানের কারিদের ক্যাসেট শোনানোর ব্যবস্থা।
- হাতের লেখা সুন্দর করার জন্য রয়েছে হস্তলিপির ব্যবস্থা।
- আরবি-ইংরেজি ও বাংলা আষার শব্দভাণ্ডার মুখস্থ করানো।
- হিফয তাকমিল শিক্ষার্থীদের জন্য সারফ ও উর্দু-বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা।
- আমল ও আখলাকের প্রতি সবিশেষ গুরুত্বারোপ।
- দৈনন্দিন জীবনে রাসুলের সুন্নত ও সাহাবা কেরামের আদর্শ বাস্তবায়নের প্রতি উৎসাহ প্রদান।
- ছাত্রদেরকে চারিত্রিক ও মানসিকভাবে গঠন করার লক্ষ্যে প্রতিদিন বাদ এশা আদাবুল মুআশারা এবং ফাযাইলে আমাল থেকে পাঠ।
- পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও নিয়মাননুবর্তিতার প্রতি সতর্ক দৃষ্টিপাত।
- শারীরিকভাবে সুস্থ রাখতে রয়েছে মাগরিবের পূর্বে চল্লিশ মিনিট বিনোদনের সুযোগ।
- বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেকআপ।