Logo

আমাদের সম্পর্কে

প্রতিষ্ঠানের নাম: জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট

স্থাপিত: ১৫ রামাযান ১৪৩০ হিজরি।
৭ আগস্ট ২০০৯ ইংরেজি।
২৪ শ্রাবণ ১৪১৬ বাংলা।
রোজ: শুক্রবার।

অবস্থান: আহমদ হাউজিং, ফরিদাবাদ আ /এ, বড়শলা, নতুন বাজার, ক্যাডেট কলেজ, সিলেট, বাংলাদেশ।
তবে প্রথমে অস্থায়ীভাবে মসজিদে এলাহি, সাগরদিঘীর পাড় রোড, সিলেট এর সন্নিকটে চদ্রিমা-৪ সমলা ভিলা-এ একাডেমিক কার্যক্রম শুরু হয়। তখন নাম ছিল ‘জামেয়া ইসলামিয়া সিলেট ‘। পরবর্তীতে অক্টোবর ২০১০ ইংরেজিতে ফরিদাবাদে স্থানান্তরিত হয়।

পরিচালক: হাফিয মাওলানা ফখরুযযামান

মোবাইল: 01738-620601

  • যাদের মাধ্যমে জামেয়ার সূচনা
    ১. হাফিয মাওলানা ফখরুযযামান
    পরিচালক, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট
    ২. মাওলানা মুফতী খয়রুল ইসলাম
    শায়খুল হাদিস, রানাপিং মাদরাসা।
    ৩. মরহুম শওকতুর রহমান লস্কর
    সাবেক মুতাওয়াল্লি, মসজিদে এলাহি
    সাগরদিঘিরপার রোড, সিলেট।
    ৪. প্রফেসর আনসাফ হোসেন কুরেশি
    প্রফেসর (অব.) মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ সিলেট।
    সহকারী মুতাওয়াল্লি, মসজিদে এলাহি
    ৫. মুহাম্মদ সরফরাজ আহমদ চৌধুরী
    সেক্রেটারি, মসজিদে এলাহি
    সাগরদিঘিরপার রোড, সিলেট।
    ৭. ইঞ্জিনিয়ার আবদুস সামাদ
    স্টেশন ম্যানেজার
    টেলিটক বাংলাদেশ লিমিটেড, সিলেট।